শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগে ওসমান হাদির স্মৃতিস্তম্ভ চায় পরিবার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
ওসমান হাদি
expand
ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে তার স্মৃতি রক্ষার্থে শাহবাগে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছে তার পরিবার।

এই দাবি উত্থাপন করে হাদির ছোট বোনজামাই আমির হোসেন হাওলাদার বলেন, ‘হাদির উত্থান হয়েছিল শাহবাগ থেকে। তাই সেই শাহবাগেই যেন তার একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এছাড়া তার কাব্যগ্রন্থগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং স্কুল-কলেজের সিলেবাসে তার জীবনী সংযুক্ত করার দাবি জানাচ্ছি।’

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় হাদির জন্মস্থানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমির হোসেন বলেন, ‘সারাদেশের মানুষের মনে হাদির জন্য যে ভালোবাসা তৈরি হয়েছিল, তা এমনি এমনি আসেনি; এটি ছিল তার দীর্ঘদিনের অর্জন। পরিবারের সবার কাছে হাদি যেমন অত্যন্ত স্নেহের ও আদরের ছিল, তেমনি এলাকাবাসীর কাছেও সে ছিল অত্যন্ত প্রিয়।’

হত্যাকারীদের বিচার দাবি করে তিনি বলেন, ‘ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। কোনো কিছুতেই আমাদের সান্ত্বনা দেওয়া সম্ভব নয়; কারণ হাদির মতো একজন মেধাবী মানুষ আগামী ৫৫ বছরেও জন্মাবে কি না সন্দেহ।’

দাফন প্রসঙ্গে আমির হোসেন বলেন, এখনো পরিবার থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। মরদেহ ঢাকায় পৌঁছানোর পর দাফনের স্থান ও সময় নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, হাদির নিজের লেখা নোটে উল্লেখ ছিল—তাকে যেন তার বাবার কবরের পাশেই সমাহিত করা হয়। পরিবারের পক্ষ থেকে সেই শেষ ইচ্ছাকে গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য পরবর্তী সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X