সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
হাদীর ওপর সন্ত্রাসী হামলা

বিসিআরএস-এর তীব্র নিন্দা, কঠোর বিচার দাবি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পিএম
বিসিআরএস-এর তীব্র নিন্দা
expand
বিসিআরএস-এর তীব্র নিন্দা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে দেশের অন্যতম মানবাধিকার সংস্থা বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি (বিসিআরএস)।

১৪ ডিসেম্বর রবিবার যৌথ বিবৃতিতে বিসিআরএস-এর চেয়ারম্যান জাকির হোসেন এবং নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল এই বর্বরোচিত ঘটনার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, শরীফ ওসমান হাদীর ওপর এই হামলা কেবল ন্যাক্কারজনক নয়, এটি চরম অমানবিকতার বহিঃপ্রকাশ। একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর এমন হামলা জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার অপচেষ্টার বহিপ্রকাশ। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট আমলে গুম, খুন, হত্যা, ধর্ষণ, দমন-পীড়ন ও নির্যাতনর শিকার হয়েছিল দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষ। ২০২৪ সালের পর নতুন বাংলাদেশেও তার পুনরাবৃত্তি যেন না ঘটে।

বিসিআরএস নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, গণতন্ত্র এবং সুশাসনের মূল শর্ত হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এমন হামলার ঘটনা দেশের শান্তিশৃঙ্খলা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে। বিবৃতিতে বিসিআরএস এর নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলায় জড়িত সকল সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছেন।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও ভোটাররা যেন সুষ্ঠ পরিবেশে ভোট দিতে পারে সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকতে হবে এবং সকল প্রকার রাজনৈতিক সহিংসতা এবং নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনায় কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করে উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে বিদেশে পাঠানোর দাবি জানানো হয়। ধন্যবাদান্তে

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X