রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির ওপর হামলা: নির্বাচন পর্যবেক্ষক সোসাইটির উদ্বেগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
হাদির ওপর হামলায় নির্বাচন পর্যবেক্ষক সোসাইটির উদ্বেগ
expand
হাদির ওপর হামলায় নির্বাচন পর্যবেক্ষক সোসাইটির উদ্বেগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইলেকশন অবজার্ভার সোসাইটি (ইওএস)।

সংগঠনটির সভাপতি ইকবাল হোসেন হীরা ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আমিন-এর যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিবৃতিতে তারা এই উদ্বেগ প্রকাশ করেন। হামলার ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি তারা এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে বলা হয়, আসন্ন নির্বাচনের সকল প্রার্থী, পর্যবেক্ষকসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আশা করি সরকার এই দায়িত্ব পালনে কোনো কার্পণ্য করবে না।

এর আগে, দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইটার দিকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসেন। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

ওসমান হাদি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X