

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৯ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে ৩০ জন ডিআইজি এবং ৯ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন বদলি/পদায়ন করা এসব কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা দেখুন
মন্তব্য করুন

