

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় সম্পন্ন হওয়া তৃতীয় টার্মিনালের সিলিং এখন উদ্বোধনের আগেই খুলে ফের নির্মাণ করতে হচ্ছে। ২২ হাজার কোটি টাকার এই আধুনিক স্থাপনায় মোবাইল নেটওয়ার্ক স্থাপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নকশায় না থাকায় সিলিংয়ের অংশভাঙা ছাড়া উপায় নেই এমনটাই জানিয়েছেন প্রকৌশলীরা।
টার্মিনালের ৯৯ শতাংশ কাজ শেষ হওয়ার পর দেখা যায়, ভবনের ভেতরে মোবাইল ফোন নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। স্থপতি রোহানি বাহারিনের নকশায় নেটওয়ার্ক ক্যাবল বা ডিভাইস বসানোর ‘ইন-বিল্ট’ সিস্টেম না থাকায় সিলিং খুলে এ ব্যবস্থাপনা নতুন করে স্থাপন করতে হচ্ছে।
গত নভেম্বরে বেবিচকের জরুরি বোর্ড সভায় বিষয়টি বড় আলোচনার জন্ম দেয়। টার্মিনালের নান্দনিক সিলিং খুলে কাজ করায় সৌন্দর্যহানি ও অতিরিক্ত সরকারি ব্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
নেটওয়ার্ক স্থাপনা কে করবে এ নিয়েও জটিলতা তৈরি হয়। গ্রামীণফোন, রবি ও বাংলালিংক বেবিচককে রাজস্ব শেয়ার দিতে রাজি না হওয়ায় তারা প্রকল্প নিতে অনাগ্রহ প্রকাশ করে। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় অপারেটর টেলিটক দায়িত্ব নিতে সম্মত হয়। টেলিটকই সিলিং ভেঙে নেটওয়ার্ক স্থাপনের কাজ করবে এবং অন্যান্য অপারেটরকে সংযোগ সরবরাহ করবে। পাশাপাশি আয়ের একটি অংশ বেবিচককে দেবে—এমন একটি ৫ বছরের প্রাথমিক চুক্তি হতে যাচ্ছে।
সিলিং মেরামতের কারণে টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন পেছাতে পারে। বিশাল ব্যয়ের এই মেগাপ্রকল্পে নকশাগত ত্রুটি উদঘাটিত হওয়ায় যাত্রীদের মধ্যেও বাড়ছে নতুন উদ্বেগ।
মন্তব্য করুন
