শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইইউ প্রতিনিধি দলের সন্তোষ, বাংলাদেশে মানবাধিকার রক্ষা নিয়ে আশাবাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মুনির সাতুরি নেতৃত্বাধীন প্রতিনিধি দল এই মত প্রকাশ করেন।
expand
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মুনির সাতুরি নেতৃত্বাধীন প্রতিনিধি দল এই মত প্রকাশ করেন।

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে বলে তারা মন্তব্য করেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মুনির সাতুরি নেতৃত্বাধীন প্রতিনিধি দল এই মত প্রকাশ করেন।

বৈঠকে মানবাধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধের শক্তিশালীকরণ এবং ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় ইইউর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে প্রতিনিধি দল সরকারের সংস্কার পদক্ষেপ, স্বচ্ছতা এবং ভোটাধিকার রক্ষার প্রচেষ্টাকে স্বাগত জানান।

এছাড়া, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর তারা ১৯ সেপ্টেম্বর দেশে ফিরে যাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন