রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগের প্রশ্নে যা জানালেন আসিফ মাহমুদ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া
expand
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া জানিয়েছেন, তার পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন আসিফ মাহমুদ।

ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আজ জরুরি সংবাদ সম্মেলন ডাকায় গুঞ্জন ছিল, তিনি পদত্যাগের ঘোষণা দেবেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগের প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, ‘এ ব্যাপারে আমার বলা মানা। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানাবে।’

আগামী জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তবে কোনো দলের পক্ষ থেকে, নাকি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, সেটি স্পষ্ট করেননি আসিফ মাহমুদ।

সংবাদ সম্মেলনে তিনি তার সময়কালে দায়িত্বে থাকা মন্ত্রণালয় দুটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X