মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি যুবককে এলোপাতাড়ি গুলি করে মারল বিএসএফ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
নিহত শুকুরাম উরাং বাংলাদেশি যুবক
expand
নিহত শুকুরাম উরাং বাংলাদেশি যুবক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে শুকুরাম উরাং নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত শুকুরাম উরাং কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার দাসনু উরাংয়ের ছেলে।

পুলিশ জানায়, সুরতহাল সম্পন্ন করার পর শুকুরামের লাশ কুলাউড়া সদর হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৃহস্পতিবার দুপুরে শুকুরাম উরাং নিজ জমিতে কাজ করতে সীমান্তের কাছে যান। প্রায় দুপুর দেড়টার দিকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে তিনি কিছু দূর এগিয়ে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X