মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সংক্ষিপ্ত বিচারে নভেম্বরে ৩২০৮ মামলা নিষ্পত্তি ডিএমপির

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)
expand
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে নভেম্বর মাসে ২৭৯৪টি ফৌজদারী ও ৪১৪টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। সংক্ষিপ্ত এই বিচার আদালতে ৪ হাজার ৩ শ ৯৯ জনের মধ্যে ১ হাজার ৭ শ ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হকের বরাতে জানানো হয়, ডিএমপির মতিঝিল বিভাগ গত নভেম্বর মাসে ৩৫৫ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৮২টি মামলা রুজু করে। তাদেরকে ২ লক্ষ ১১ হাজার ৯০০ টাকা জরিমানা ও ২২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

ডিএমপির ওয়ারী বিভাগ ২৮০জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২১৯টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ ৭ হাজার ৪০০ টাকা জরিমানা ও ১১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

এদিকে, ডিএমপির তেজগাঁও বিভাগ ৮৬৩ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩০৬ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ ২৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয় ও ১৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগ ৪২৩ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৩৮ টি মামলা রুজু করে এবং তাদেরকে ৮৫ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয় ও ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

আরও জানানো হয়, ডিএমপির লালবাগ বিভাগ ২৮১ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২১৭ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ এক হাজার ৪০০ টাকা জরিমানা ও ২০৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

ডিএমপির মিরপুর বিভাগ ১০৩৯ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৪৮৪ টি মামলা রুজু করে। তাদেরকে ২ লক্ষ ৭০ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৩৯৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও ডিএমপির উত্তরা বিভাগ ৮০৯ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৮০৯ টি মামলা রুজু করে। তাদেরকে ৫ লক্ষ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা ও ৪৪২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

একই সময়ে ডিএমপির রমনা বিভাগ ৩৪৯ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৩৯ টি মামলা রুজু করে এবং তাদেরকে ১ লক্ষ ৩৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয় ও ১৭৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

অন্যদিকে ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগে ৭৩৬ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩৭ টি মামলা নিষ্পত্তি করে ও ৯৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। তেজগাঁও বিভাগে ১১৬৯ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩৫ টি মামলা নিষ্পত্তি করে ও ৪৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। ওয়ারী বিভাগে ৩৬৭ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২৬ টি মামলা নিষ্পত্তি করে ও ৩৫ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়। গুলশান বিভাগে ১২৮৮ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪২ টি মামলা নিষ্পত্তি করে ও ৪২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও মিরপুর বিভাগে ১০৭৭ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬৭ টি মামলা নিষ্পত্তি করে ও ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়। রমনা বিভাগে ৭০৯ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪৬ টি মামলা নিষ্পত্তি করে ও ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। লালবাগ বিভাগে ৬৯৭ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬৪ টি মামলা নিষ্পত্তি করে ও ৩৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। উত্তরা বিভাগে ৯৯০ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৯৭ টি মামলা নিষ্পত্তি করে ও ১ লক্ষ ৭১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X