শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিবেচনার জন্য ডিসির আবেদন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
expand
ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিবেচনার জন্য ডিসির আবেদন

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের নগরকান্দায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক ও রেলপথ অবরোধ ও বিক্ষোভ চলমান রয়েছে। বিক্ষোভ চলাকালীন সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এরপর ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা বিষয়টিকে জনগণের আন্দোলন হিসেবে উল্লেখ করে নির্বাচন কমিশন সচিবালয়ে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিসি মো. কামরুল হাসান মোল্লা ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ২১৪ ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্তকরণের বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর চিঠি প্রদান করেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ এর সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এতে ফরিদপুর-৪ এর অন্তর্গত আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়।

চিঠিতে বলা হয়, তালিকা প্রকাশের পর ভাঙ্গা উপজেলার সাধারণ জনগণ মহাসড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ চালাচ্ছেন। ১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়, উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়, থানা ও হাইওয়ে পুলিশের অফিসসহ সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষকে তীব্র ভোগান্তি পোহাতে হয়েছে।

ডিসি চিঠিতে অনুরোধ করেছেন, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনের আলগী ও হামিরদী ইউনিয়ন পুনরায় ভাঙ্গা উপজেলার সঙ্গে সংযুক্ত করতে এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।

এদিকে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মোল্লা ফেসবুক বার্তায় পাঁচটি দাবির কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এসব দাবি মেনে নিলে বিক্ষোভকারীরা ঘরে ফিরে যাবেন।

পাঁচটি দাবি হলোঃ-

১. আলগী এবং হামিরদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গা উপজেলার সঙ্গে সংযুক্ত করতে হবে।

২. চেয়ারম্যানসহ সকলকে মুক্তি দিতে হবে।

৩. নিরীহ নিরাপরাধ জনগণের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

৪. নতুন কোনো মামলা দেওয়া যাবে না।

৫. রাতের বেলা প্রশাসন দিয়ে সাধারণ জনগণকে হয়রানি বন্ধ করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন