রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সম্পর্কে কে বেশি প্রতারণা করে, পুরুষ না নারী?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৩২ এএম আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
নারী ও পুরুষ
expand
নারী ও পুরুষ

দাম্পত্য বা প্রেমের সম্পর্কে প্রতারণা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে—কে বেশি প্রতারণা করে, নারী নাকি পুরুষ? নিউইয়র্কের পারিবারিক আইন–বিশেষজ্ঞ এবং দীর্ঘ অভিজ্ঞ ডিভোর্স অ্যাটর্নি জেমস জোসেফ সেক্সটনের পর্যবেক্ষণ এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

তার অভিজ্ঞতা বলছে, পুরুষরা সংখ্যায় বেশি প্রতারণা করলেও নারীরা প্রতারণা করলে তা অনেক বেশি সূক্ষ্ম, পরিকল্পিত এবং গোপন থাকে। সেক্সটনের মতে, নারীরা সাধারণত আবেগ ও সম্পর্কভিত্তিক দীর্ঘমেয়াদি যুক্তিতে জড়ায়, বিপরীতে পুরুষরা বেশিরভাগ ক্ষেত্রেই হঠকারিতা বা অসতর্কতার কারণে ধরা পড়ে যায়।

তিনি প্রতারণাকে দুই ভাগে দেখেন— ১. সাময়িক টান বা হঠাৎ ভুল (ড্যালিয়েন্স) ২. গভীর ও পরিকল্পিত সম্পর্ক (অ্যাফেয়ার)

তার কথায়, পুরুষদের ভুলগুলো বেশিরভাগই প্রথম শ্রেণির—অসতর্ক, দ্রুত ঘটে যাওয়া, এবং প্রায়ই ধরা পড়ে যায়। অন্যদিকে অনেক নারী দ্বিতীয় ধরনের, অর্থাৎ অধিক পরিকল্পিত ও আবেগগতভাবে গভীর সম্পর্কে জড়ানোর প্রবণতা দেখান।

সেক্সটন আরও ব্যাখ্যা করেন—পুরুষ ও নারী প্রতারণার বিষয়ে জানতে পারলে যে প্রতিক্রিয়া দেয়, তাতেও মৌলিক পার্থক্য আছে।

একজন পুরুষের প্রথম প্রশ্ন হয়: “শারীরিক কিছু ঘটেছে?”

অন্যদিকে একজন নারীর প্রথম উদ্বেগ: “তুমি কি তাকে ভালোবাসো?”

এ থেকে তিনি মনে করেন, পুরুষ মূলত ‘অধিকার’ বা ‘নিয়ন্ত্রণ’ হারানোর ভয় পায়, আর নারীর ভয় থাকে আবেগগত সরে যাওয়া বা অনুভূতির পরিবর্তন নিয়ে।

তাঁর পর্যবেক্ষণের সারমর্ম—নারী ও পুরুষ উভয়ই প্রতারণা করে, কিন্তু তাদের উদ্দেশ্য, পদ্ধতি, আবেগের গতি এবং গোপন রাখার দক্ষতার মধ্যে তীব্র পার্থক্য রয়েছে। পুরুষরা অসাবধানতার কারণে অধিকবার ধরা পড়ে, আর নারীরা সাধারণত বিষয়টি আড়াল করতে বেশি সক্ষম হয়।

দাম্পত্য জীবনে প্রতারণার ঘটনাগুলো যে কত স্তরে বিস্তৃত, সেক্সটনের বিশ্লেষণ তা স্পষ্ট করে। সম্পর্ক ভাঙতে বসলে যে নীরব বাস্তবতাগুলো সামনে আসে, সেগুলোই প্রতারণার প্রকৃতি ও কারণ বোঝার মূল সূত্র।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X