মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পে স্কেল নিয়ে বিকেলে বৈঠক, প্রকাশ হতে পারে সুপারিশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

নতুন সরকারি বেতন কাঠামো নির্ধারণের জন্য আজ বিকেল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে কমিশনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরাও উপস্থিত থাকবেন।

কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধার পর্যালোচনা করা হবে এবং তা ভিত্তি করে নতুন সুপারিশ তৈরি করা হবে। বৈঠকের সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশনের সভাপতি জাকির আহমেদ খান।

সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের খসড়া প্রস্তুতির অর্ধেক কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রস্তাব সংগ্রহ করা হয়েছিল।

এখন সেই তথ্য বিশ্লেষণ করে সচিবদের সঙ্গে আলোচনা হবে, যাতে নতুন কাঠামোর সম্ভাব্য রূপ, কার্যকর হওয়ার সময়সীমা এবং সুবিধাগুলি নির্ধারণ করা যায়।

কর্মচারীরা বৈঠকের দিকে নজর রাখছেন। তারা আশা করছেন, বৈঠকের পর কমিশন চূড়ান্ত সুপারিশ প্রকাশ করতে পারে।

পাশাপাশি, তারা কমিশনকে ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ দাখিল করার আল্টিমেটামও দিয়েছেন।

সময়মতো সুপারিশ না আসলে কঠোর আন্দোলনের হুমকিও উচ্চারণ করেছেন তারা। পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন