বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যে পে-স্কেল: ৭-৮ বছরে হয়নি, আমরা ১২ মাসে উদ্যোগ নিয়েছি: অর্থ উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম
সালেহউদ্দিন আহমেদ
expand
সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দীর্ঘ ৭/৮ বছরেও যেটি বাস্তবায়ন হয়নি, সেই নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ বর্তমান অন্তর্বর্তী সরকার মাত্র এক বছরের মধ্যেই নিয়েছে।

তার মতে, “আমরা নিজেরা আগ্রহ নিয়ে বিষয়টি হাতে নিয়েছি, অন্তত এটুকুর জন্য প্রশংসা প্রাপ্য।”

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আগের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সালেহউদ্দিন বলেন, “আমি বলেছি, আমাদের এই সরকারের মেয়াদে এটি সম্পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হবে কি না—তা নিশ্চিত নয়। কারণ, তিনটি ভিন্ন রিপোর্ট পর্যালোচনা ও সমন্বয়ের কাজ বাকি আছে। তারপর প্রশাসনিক ধাপগুলো সম্পন্ন করতে হবে।”

তিনি আরও ব্যাখ্যা দেন, প্রথমে সব রিপোর্ট একত্র করে মিলিয়ে দেখা হবে। এরপর সচিব কমিটি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় দিকগুলো যাচাই করবে। সবশেষে অর্থের দিক বিবেচনায় বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে।

উপদেষ্টার ভাষায়, “হয়তো আমাদের সময়ের মধ্যেই পুরো বাস্তবায়ন শেষ করা সম্ভব নাও হতে পারে। তবে আমরা চাইবো, রিপোর্ট তৈরি হলে অন্তত একটি কাঠামো রেখে যেতে—যাতে পরবর্তী ধাপ দ্রুত এগিয়ে নেওয়া যায়।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন