শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
পিএসসি
expand
পিএসসি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের সম্পূরক ফলাফল প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পিএসসির সরকারি ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

পিএসসি জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৮ অক্টোবরের এসআরও নং–৪২৯-আইন/২০২৫ অনুযায়ী সংশোধিত বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা–২০১৪–এর বিধি ১৭ অনুসারে এ ফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষায় সাময়িকভাবে মনোনীত ৩০৩ জন প্রার্থীর মধ্যে অনেকে পূর্ববর্তী বিসিএসের মাধ্যমে ইতিমধ্যে অন্য ক্যাডারে কর্মরত রয়েছেন। এদের মধ্যে ২৬০ জন লিখিতভাবে জানিয়েছেন যে, তারা বর্তমান বা পছন্দক্রমে নিম্ন ক্যাডারে যোগদান করবেন না। ফলে তাদের সুপারিশ করা হয়নি।

অন্যদিকে, ৪৩ জন প্রার্থীকে তাদের বর্তমান পদ থেকে পছন্দক্রম অনুযায়ী উচ্চ ক্যাডারে সাময়িকভাবে মনোনীত করা হয়েছে। এর ফলে সৃষ্ট শূন্যপদ পূরণের জন্য মেধাক্রম অনুসারে আরও ২৫৭ জন নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে ১১৩ জন প্রার্থীর পূর্বের ক্যাডার পরিবর্তিত হয়ে তারা পছন্দক্রম অনুযায়ী উঁচু পদে স্থান পেয়েছেন।

এ ছাড়া, প্রভাষক (টিচার্স ট্রেনিং কলেজ) পদে মনোনীত পাঁচজন প্রার্থীর বিএড/এমএড সনদ না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো: ১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮ ও ১৩০০৫৮৬৯।

পিএসসির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্পূরক ফল অনুযায়ী মোট ১৭১০টি শূন্য পদের বিপরীতে ১৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে মনোনীত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন