

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আপনি কি কখনও ভেবে দেখেছেন, আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে কয়টি মোবাইল সিম নিবন্ধিত আছে? এ ব্যাপারটা জানা গুরুত্বপূর্ণ, কারণ আপনার অগোচরে কেউ আপনার এনআইডি ব্যবহার করে সিম নিলে তা ব্যক্তিগত নিরাপত্তা ও আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি এক নির্দেশনায় জানিয়েছে, একজন ব্যক্তি তার এনআইডি ব্যবহার করে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করতে পারবেন -যা আগে ১৫টি ছিল। এই নিয়ম আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে ১ নভেম্বর থেকে। যারা ইতিমধ্যেই ১০টির বেশি সিমের মালিক, তাদের অতিরিক্ত সিমগুলো ‘দৈবচয়ন’ (র্যান্ডম সিলেকশন) পদ্ধতিতে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিটিআরসি বলছে, এ উদ্যোগের লক্ষ্য সিম নিবন্ধনে শৃঙ্খলা আনা এবং প্রতারণা রোধ করা।
আপনি নিজে কি আপনার নামে কতটি সিম আছে তা খুব সহজেই যাচাই করতে পারেন, স্মার্টফোনের ডায়ালারে গিয়ে *16001# ডায়াল করুন। স্ক্রিনে যে ইউএসএসডি বক্সটি খুলবে সেখানে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লিখে পাঠান। কয়েক সেকেন্ডের মধ্যে ফিরতি এসএমএসে পাওয়া যাবে কোন অপারেটরে কতটি সিম আপনার এনআইডিতে নিবন্ধিত আছে। পুরো নম্বর দেখানো হয় না; প্রতিটি নম্বরের প্রথম তিন ও শেষ তিন ডিজিটই প্রদর্শিত হবে, এর মাধ্যমে আপনি সহজেই শনাক্ত করতে পারবেন যদি কোনো অপরিচিত বা সন্দেহজনক সিম আপনার নামে রয়েছে।
যদি আপনি দেখতে পান অননুমোদিত কোনো সিম নিবন্ধিত আছে, তাহলে দ্রুত সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করে সিম ব্লক বা বন্ধের জন্য ব্যবস্থা নিন। নিয়ম মেনে চলা ও নিয়মিত যাচাই আপনার ডিজিটাল নিরাপত্তার অন্যতম সহজ কিন্তু কার্যকর উপায়।
মন্তব্য করুন
