

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রযুক্তির দুনিয়ায় এখন সর্বত্রই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ছোঁয়া। অনেক জটিল কাজও এই প্রযুক্তি মুহূর্তেই করে দিচ্ছে। এর ফলে প্রচলিত কিছু সফটওয়্যারের টিকে থাকা নিয়ে প্রশ্ন উঠছে। আলোচনায় আছে ফটোশপও।
সম্প্রতি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল বাজারে এনেছে নতুন এক ফিচার— ‘ন্যানো বানানা’।
তাদের এআই সিস্টেম ‘জেমিনি এআই’–এর অংশ এটি। কয়েক সেকেন্ডেই দুর্দান্ত মানের ছবি তৈরি করতে পারে এই টুল। আর তাই প্রযুক্তি মহলে গুঞ্জন উঠেছে, ভবিষ্যতে ফটোশপের আর প্রয়োজন হবে তো?
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এখনই ফটোশপ অপ্রয়োজনীয় হয়ে পড়ছে না। কারণ এর পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ আছে।
এর মধ্যে অন্যতম হলো— আগে এআই দিয়ে তৈরি ছবিতে আসল ছবির সঙ্গে পুরোপুরি মিল থাকত না। সামান্য পার্থক্য থাকতই, এমনকি বারবার ছবি বানালে এক সময় আসল রূপ থেকে অনেকটাই ভিন্ন হয়ে যেত।
কিন্তু ‘ন্যানো বানানা’ আগের সেই সীমাবদ্ধতা ভেঙে দিয়েছে। এটি আসল ছবির প্রায় হুবহু প্রতিরূপ তৈরি করতে পারে। তবুও খুঁটিয়ে দেখলে কিছু ত্রুটি ধরা পড়ে, যা ঠিক করার জন্য ফটোশপের মতো টুল এখনও অপরিহার্য।
তাই বিশ্লেষকদের মতে, এআই যতই উন্নত হোক, অন্তত আপাতত ফটোশপের বিকল্প হয়ে উঠছে না। তবে প্রযুক্তির গতি দেখে অনেকে প্রশ্ন তুলছেন— সামনে কি সত্যিই ফটোশপ অচল হয়ে যাবে?
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    