

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাভেল দুরভকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে গণ্য করেছে ফোর্বস ম্যাগাজিন। সেপ্টেম্বরের সর্বশেষ তালিকায় তার অবস্থান ১১৮তম, আর সম্পদের পরিমাণ প্রায় ১৭.১ বিলিয়ন ডলার। বর্তমানে ৪০ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তা বসবাস করছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
দুবাই কেন দুরভের ঠিকানা
বিলাসবহুল জীবনযাপন ও কর সুবিধার কারণে দীর্ঘদিন ধরে দুবাইকে ধনকুবেরদের নিরাপদ আশ্রয়স্থল বলা হয়। এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন দুরভ ২০১৭ সালে। এখন তিনি জুমাইরা আইল্যান্ডসের ১৫ হাজার বর্গফুটের একটি প্রাসাদোপম বাড়িতে থাকেন।
শৈশব ও শিক্ষা
১৯৮৪ সালে সোভিয়েত ইউনিয়নে জন্ম নেন দুরভ। চার বছর বয়সে পরিবারসহ ইতালি যান, পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ায় ফিরে আসেন। সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি থেকে ফিলোলজিতে ডিগ্রি অর্জন করেন।
ভিকন্তাক্তে থেকে টেলিগ্রাম
মাত্র ২২ বছর বয়সে প্রতিষ্ঠা করেন ‘ভিকন্তাক্তে’, যা দ্রুত রাশিয়ার সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিণত হয়। কিন্তু সরকারি সংস্থাকে ব্যবহারকারীর তথ্য না দেওয়ায় তাকে প্রতিষ্ঠান ছেড়ে রাশিয়া ছাড়তে হয়। পরবর্তীতে নাগরিকত্ব নেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতে।
২০১৩ সালে চালু করেন টেলিগ্রাম, একটি নিরাপদ ও এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ, যা বর্তমানে মাসে একশো কোটিরও বেশি ব্যবহারকারী ব্যবহার করছে। আশ্চর্যের বিষয় হলো, মাত্র ৩০ জন প্রকৌশলীর একটি দল পুরো প্ল্যাটফর্ম পরিচালনা করে যাচ্ছে।
বিলাসিতা ও প্রভাব
দুরভের জীবনধারা যথেষ্ট বিলাসবহুল হলেও প্রযুক্তি জগতে তিনি স্বাধীনতা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির প্রতীক হিসেবে পরিচিত। সামাজিক মাধ্যমে তাঁর ব্যাপক প্রভাব রয়েছে— এক্সে ২৬ লাখ ও ইনস্টাগ্রামে ১৬ লাখ অনুসারী।
তার পরিচিতি শুধু দুবাইয়ের ধনী নাগরিক হিসেবেই নয়; বরং প্রযুক্তি খাতে স্বাধীনতা, প্রতিবাদ ও সৃজনশীলতার এক প্রতীক হিসেবেও।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    