রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বাংলাদেশ নৌবাহিনীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পিএম
বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো বাংলাদেশ নৌবাহিনী (সংগৃহীত ছবি)
expand
বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো বাংলাদেশ নৌবাহিনী (সংগৃহীত ছবি)

বাংলাদেশ নৌবাহিনী সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ পাঁচ দিনব্যাপী ‘বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫’ সমাপ্ত করেছে।

রোববার (৩০ নভেম্বর) মহড়ার সমাপনী দিনে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন-সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ।

আইএসপিআর জানিয়েছে, মহড়ায় নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোলক্রাফ্ট এবং মিসাইল বোটসহ অন্যান্য জাহাজ অংশ নিয়েছে।

এছাড়া মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার ও বিশেষায়িত ইউনিট সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ বিমানবাহিনী ও কোস্টগার্ডও মহড়ায় সহায়তা প্রদান করেছে।

মহড়ার বিভিন্ন ধাপে অন্তর্ভুক্ত ছিল নৌ বহরের রণকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন এবং উপকূলীয় নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষা মহড়া।

চূড়ান্ত দিনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার লঞ্চড সারফেস-টু-এয়ার মিসাইল, রকেট ডেপথ চার্জ ফায়ারিং, UAV অপারেশন, নৌ কমান্ডো হেলিকপ্টার ভিজিট বোর্ড সার্চ অ্যান্ড সিজার (HVBSS) ও অন্যান্য যুদ্ধ কৌশল প্রদর্শন করা হয়।

নৌবাহিনীর মহড়ার মূল লক্ষ্য ছিল সমুদ্রসীমার রক্ষা, সমুদ্র সম্পদের সংরক্ষণ, জলদস্যুতা দমন, চোরাচালান প্রতিরোধ এবং সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অংশগ্রহণকারী সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে নৌবাহিনীর দক্ষতা ও জাতীয় অর্থনীতিতে এর অবদানকে উচ্চভাবে মূল্যায়ন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X