

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প।
এ আয়োজনের দায়িত্ব নিয়েছে ইসলামী ছাত্রশিবিরের জবি শাখা। সোমবার (১ সেপ্টেম্বর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ক্যাম্পটি বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। সেখানে মানসিক স্বাস্থ্যের নানা দিক নিয়ে সচেতনতা ও পরামর্শ দেওয়া হবে—যেমন পরীক্ষার চাপ, সম্পর্কজনিত সমস্যা, মানসিক অস্থিরতা, কিংবা স্মার্টফোন ও গ্যাজেটের অতিরিক্ত ব্যবহার থেকে মুক্তির উপায় ইত্যাদি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র পূর্ব নিবন্ধনকারীরাই এই সেবায় অংশ নিতে পারবেন।
নিবন্ধনের জন্য তারা একটি গুগল ফর্মের লিঙ্ক প্রকাশ করেছে: https://forms.gle/MpuLLcVRNeV5JuWD6
শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী পড়াশোনা, সম্পর্ক, পারিবারিক বা সামাজিক নানা কারণে মানসিক চাপে ভুগে হতাশায় ভেঙে পড়ে, যা কখনো কখনো তাদের বিপর্যয়কর সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষার গুরুত্ব উপলব্ধি করেই আমরা এই ক্যাম্পের উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও যোগ করেন, “ক্যাম্পে আসা শিক্ষার্থীরা দুশ্চিন্তা ও আসক্তি থেকে মুক্তির কৌশল, মানসিক চাপ মোকাবেলার উপায় এবং জীবনের সংকটময় মুহূর্তে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ পাবেন। আমরা চাই, প্রত্যেক শিক্ষার্থী সুস্থ ও ইতিবাচক মানসিকতা নিয়ে তাদের ভবিষ্যতের পথে এগিয়ে যাক।”
মন্তব্য করুন
