সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চবি শিক্ষার্থী মামুনের মাথায় দুই মাস পর বসল খুলি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
চবি শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বর্তমান ছবি/পুরোনো ছবি
expand
চবি শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বর্তমান ছবি/পুরোনো ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের মাথায় সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে ফ্রিজে সংরক্ষিত খুলির অংশ।

শনিবার (১ নভেম্বর) নগরীর পার্কভিউ হাসপাতালে চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জন সহকারী অধ্যাপক ডা. মো. ইসমাঈল হোসেনের নেতৃত্বে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, মামুনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

একই ঘটনায় আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদও চিকিৎসা নিচ্ছেন এবং বর্তমানে ফিজিওথেরাপি প্রক্রিয়ায় রয়েছেন।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটক এলাকায় এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। দুই দিনব্যাপী ওই সংঘর্ষে চার শতাধিক শিক্ষার্থী আহত হন বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছিল।

সংঘর্ষে গুরুতর আহত মামুন ও ইমতিয়াজকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর মামুনের খুলির ক্ষতিগ্রস্ত অংশ ফ্রিজে সংরক্ষণ করা হয় এবং তার কেবিনে “মাথায় হাড় নেই, চাপ দেবেন না” লেখা সতর্কবার্তা টানানো ছিল।

চিকিৎসক ইসমাঈল হোসেন বলেন, “মামুনের মাথায় খুলির প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি এখন অনেকটাই সুস্থ, কয়েক দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন