

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় আপাতত কোনো নতুন জটিলতা নেই।
মেডিকেল বোর্ডের সরাসরি তত্ত্বাবধানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির বলেন, দলের পক্ষ থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর এ তথ্য তাকে (জাহিদ হোসেন) জানানো হয়েছে। চেয়ারপারসন আলহামদুলিল্লাহ কেবিনে নিবিড় তত্ত্বাবধানে আছেন।
দায়িত্বশীল কারও বক্তব্য ছাড়া দয়া করে কেউ কোনো তথ্য শেয়ার করবেন না, এটাই চিকিৎসকদের অনুরোধ।
শায়রুল কবির জানান, চেয়ারপারসনের দ্রুত আরোগ্যের জন্য দল দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন- এ প্রার্থনাও জানান তিনি।
মন্তব্য করুন
