শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
expand
মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার 

আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? আপনি যদি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন, তবে রাশিফল দেখে বুঝতে পারবেন আজ আপনার জন্য শুভদিন নাকি কিছু সতর্কতার প্রয়োজন। রাশিফল জীবনের প্রতিটি পদক্ষেপে ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে, সে সম্পর্কেও ধারণা দিতে পারে। এছাড়া আসন্ন সমস্যার বিষয়ে সতর্ক হতে সাহায্য করে।

জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে মোট ১২টি রাশি রয়েছে। এগুলো হলো: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন।

নিচে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ১২টি রাশির জাতক-জাতিকাদের আজকের দিনের সম্ভাব্য অবস্থা দেওয়া হলো—

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ১২টি রাশির জাতক-জাতিকাদের আজকের দিনের সম্ভাব্য অবস্থা নিচে দেওয়া হলো—

♈ মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। কর্মে উদাসীনতা ক্ষতির কারণ হতে পারে। অর্থভাগ্য দুর্বল, ধার হতে পারে। পরিবারের কারও শারীরিক সমস্যা নিয়ে চিন্তা বাড়বে।

♉ বৃষ (২১ এপ্রিল – ২১ মে): ব্যবসায়ে অর্থপ্রাপ্তি হলেও শত্রুর কারণে ক্ষতির সম্ভাবনা। ভুল সিদ্ধান্ত আর্থিক অসুবিধা আনতে পারে। বাড়তি আয়ের চেষ্টা বিপদ ডেকে আনতে পারে। সতর্ক থাকুন।

♊ মিথুন (২২ মে – ২১ জুন): অর্থভাগ্য মোটের ওপর ভালো, তবে বিলাসিতার জন্য খরচ বাড়বে। পরিবারে শান্তি থাকবে। পেশাগত ক্ষেত্রে সমস্যার সম্ভাবনা, তবে অভিজ্ঞ কারও পরামর্শ উপকারে আসবে।

♋ কর্কট (২২ জুন – ২৩ জুলাই): কর্মজীবনে সুনাম বাড়বে, তবে আর্থিক চাপ থাকবে। দাম্পত্যে কলহের সম্ভাবনা। আয়-ব্যয় সমান নাও হতে পারে। অযথা তর্ক এড়িয়ে চলুন।

♌ সিংহ (২৪ জুলাই – ২৩ আগস্ট): আর্থিক টানাপোড়েন দেখা দিতে পারে। পুরনো ঋণ শোধ করতে হতে পারে। পারিবারিক আনন্দ থাকলেও আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য হবে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে।

♍ কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): কাজের চাপ থাকবে। সহকর্মীর সহায়তায় ব্যবসায় উন্নতি আসতে পারে। অর্থভাগ্য ভালো, তবে পরিবারের কারও সঙ্গে বিরোধ হতে পারে। সম্পত্তি লেনদেনে জটিলতা দেখা দিতে পারে।

♎ তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): জীবিকা নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। ব্যবসায়ে সতর্ক থাকা জরুরি। অর্থভাগ্য দুর্বল। পরিবারের সমর্থন নাও মিলতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিরোধ হতে পারে।

♏ বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): কর্মক্ষেত্রে নিজেকে প্রকাশ করার সুযোগ পাবেন। চাকরির চাপ বাড়বে। ভাইবোনের সঙ্গে বিরোধ দেখা দিতে পারে। চলাফেরায় সতর্ক থাকুন, সুযোগসন্ধানী লোক এড়িয়ে চলুন।

♐ ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): সকালে শুভ যোগাযোগ আসতে পারে। পরিবারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে। ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন, আয়ের পথে বাধা আসতে পারে।

♑ মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হতে পারেন। অন্যের সম্পদের প্রতি লোভ এড়ান। চাকরিতে চাপ থাকবে, তবে নিজের বুদ্ধিতে সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।

♒ কুম্ভ (২১ জানুয়ারি – ১৯ ফেব্রুয়ারি): অতিরিক্ত বিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। মানসিক চাপ বাড়বে। অর্থভাগ্য শুভ, ব্যবসায়ে উন্নতি আসবে। তবে পরিবারে সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে।

♓ মীন (২০ ফেব্রুয়ারি – ২০ মার্চ): কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে বিরোধ হতে পারে। সংসারে অশান্তি দেখা দেবে। অর্থভাগ্য মিশ্র থাকবে। চাকরিতে শত্রুর সঙ্গে সম্পর্ক উন্নতি হলেও ষড়যন্ত্রের শিকার হওয়ার আশঙ্কা আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন