মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফারিণের ‘মন গলে না’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১১:৩৪ এএম
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ
expand
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ

বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গত বছর গাওয়া তাঁর গানও দর্শকপ্রিয়তা পেয়েছিল।

বিশেষ করে তাহসানের সঙ্গে গাওয়া ‘রঙে রঙে রঙ্গিন হব’ গানটি বেশ প্রশংসা ও আলোচনায় এসেছে।

এবার ফারিণ নতুন গান নিয়ে আসছেন, যার শিরোনাম ‘মন গলে না’। গানটি সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

গানটি ভিডিও আকারে প্রকাশ হবে। গতকাল ফারিণ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার শেয়ার করে লিখেছেন, “ট্রেলার আসছে শিগগিরই।”

ফারিণ জানান, “সব প্রস্তুতি শেষ। তবে সম্প্রতি ভূমিকম্পের কারণে দেশবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায় এখনই গানটি মুক্তি দিতে পারছি না। আশা করি, ডিসেম্বরের প্রথম সপ্তাহে গানটি প্রকাশ করা সম্ভব হবে।”

এটি তাঁর প্রযোজনার প্রথম কাজ। ফারিণ ‘ফড়িং ফিল্মস’ নামে নিজস্ব প্রোডাকশন হাউসের ব্যানারে গানটি নির্মাণ করেছেন এবং এটি তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন। নিজের প্রযোজনা কাজের প্রতি ফারিণের বাড়তি যত্ন ও ভালোবাসা রয়েছে।

বিয়ের পর ফারিণের কর্মজীবনও তুঙ্গে। চলতি বছরের ঈদুল আজহায় সিনেমা ‘ইনসাফ’ দিয়ে ঢাকায় সিনেমায় অভিষেক হয় তার। শুটিংয়ে শরিফুল রাজের বিপরীতে নায়িকা ছিলেন ফারিণ।

এছাড়া ফারিণ দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ডিসেম্বর থেকে এর শুটিং শুরু হবে, পরিচালনা করছেন আবু হায়াত। পাশাপাশি কলকাতার পরিচালক অনিরুদ্ধ রায়ের একটি সিনেমাতেও কাজ করবেন তিনি, যেখানে ঢাকার অভিনেতা চঞ্চল চৌধুরীও থাকবেন।

ফারিণ বলেন, “গানটি নিয়ে এখনই মনোযোগ দিচ্ছি। সবাই গানটি কেমন গ্রহণ করবেন, সেটার অপেক্ষা করছি। ভবিষ্যতে আরও ভালো গল্পের সিনেমায় কাজের খবর দেব ইনশাআল্লাহ।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন