

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক আলোচনা শুরু হয়েছে।
অনেকে বলছেন, তিনি নাকি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন। তবে এই গুঞ্জন নিয়ে নিজেই মুখ খুলেছেন তিনি।
সম্প্রতি এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তাহসান বলেন, অস্ট্রেলিয়ার মেলবোর্নে কনসার্টের সময় যখন বলেছিলাম গান থেকে সরে আসছি, তখন উপস্থিত মানুষ খুব বেশি ছিল না। ভাবিনি, কথাটা এত বড় পরিসরে ছড়িয়ে পড়বে।
যেমনভাবে অভিনয় থেকে ধীরে ধীরে দূরে গিয়েছি, তেমনি সংগীত থেকেও কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছি। আমি আবেগপ্রবণ মানুষ, তাই হঠাৎ করেই বলে ফেলেছিলাম।
কিন্তু পরে দেখলাম, আমার সেই বক্তব্য নিয়ে অনেকেই ভিন্ন অর্থ খুঁজে নিচ্ছেন। কোথাও তো দেখি, আমার ছবিতে টুপি পরিয়ে রাজনীতির সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যারা এমনটা করছেন, তারা মূলত ভাইরাল হওয়ার লোভে করছে। এখন এটা যেন এক ধরনের প্রতিযোগিতা, কে বেশি ভাইরাল হতে পারে। তাই এখন খুব ভেবে-চিন্তে কথা বলতে হয়, কারণ একটা বাক্য কখন কীভাবে ছড়িয়ে পড়ে বলা মুশকিল।
সম্প্রতি তাহসানকে সামাজিক যোগাযোগমাধ্যমেও আর দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তিনি বলেন, অবসর নিতে চাওয়া মানুষের জন্য এসব প্ল্যাটফর্মের আর তেমন দরকার নেই। তাছাড়া সোশ্যাল মিডিয়া এখন খুবই বিষাক্ত হয়ে গেছে।
ভালো কন্টেন্টের চেয়ে নেতিবাচক বিষয় বেশি ছড়ায়। অনেক দিন ধরেই এতে ক্লান্ত লাগছিল। আমি চাই মানুষ ধীরে ধীরে আমাকে ভুলে যাক। অনলাইনে থাকলে সেটা সম্ভব হয় না।
মন্তব্য করুন
