

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন তানজিয়া জামান মিথিলা।
আন্তর্জাতিক এই আসরে রূপ, ব্যক্তিত্ব ও আত্মপ্রকাশ, সব মিলিয়ে ইতোমধ্যেই তিনি আলোচনায় উঠে এসেছেন।
১২১ দেশের প্রতিযোগীদের মাঝে মিথিলা পিপলস চয়েস ভোটে কখনো শীর্ষে, কখনো দ্বিতীয় স্থানে উঠে এসে বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছেন।
তীব্র প্রতিযোগিতার মধ্যেই দেশবাসীর প্রতি ভিডিওবার্তা পাঠান তিনি।
সেখানে মিথিলা জানান, বাংলাদেশ এখনো দৌড়ে আছে, আর তিনি মঞ্চে নিজের সেরাটা তুলে ধরতে প্রতিজ্ঞাবদ্ধ।
একই সঙ্গে তিনি অনুরোধ করেন, যেন কেউ ভোট দেওয়া বন্ধ না করেন; এখন একটি ‘মিরাকল ভোটিং সাপোর্ট’ খুব প্রয়োজন।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আরেকটি পোস্টে মিথিলা আবারও ভোটের আহ্বান জানান।
তিনি বলেন, ১৯ নভেম্বর পর্যন্ত সবাই যেন বাংলাদেশকে ভোট দিয়ে যান-এটিই তাদের সবচেয়ে বড় শক্তি।
আগের এক পোস্টে তিনি উল্লেখ করেন, শক্তিধর দেশগুলো নানা কৌশলে ভোট বাড়াচ্ছে, ফলে বাংলাদেশ মাঝে মাঝে দ্বিতীয় স্থানে নেমে যাচ্ছে।
তবে তিনি বিশ্বাস করেন, বাংলাদেশের শক্তি হলো দেশের মানুষের ভালোবাসা ও বিপুল সংখ্যক সমর্থন।
এদিকে দেশের শোবিজ অঙ্গনের বহু পরিচিত মুখ মিথিলার সমর্থনে প্রচারণায় নেমেছেন।
জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য ভোট চাইছেন।
মন্তব্য করুন
