শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ যেসব সিনেমা দেখবেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
expand
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ তার সপ্তম দিনে পা রাখছে। এদিনও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভেন্যুতে দেশি-বিদেশি একাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। সিনেমাপ্রেমীদের জন্য এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রদর্শনী তালিকা।

জাতীয় জাদুঘর মিলনায়তনে বিকেল ৩টায় প্রদর্শিত হবে ইকুয়েডর ও জার্মানির যৌথ প্রযোজনার ছবি ‘লাইট মেমোরিজ’। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় দেখা যাবে বাংলাদেশের চলচ্চিত্র ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

অন্যদিকে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিকেল ৩টায় মালয়েশিয়ার ছবি ‘টিয়ারস ইন কুয়ালালামপুর’, বিকেল ৫টায় পাকিস্তানের ‘ইন্দাস ইকোজ’ এবং সন্ধ্যা ৭টায় বাংলাদেশের চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ প্রদর্শনের সূচি রয়েছে।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় সকাল সাড়ে ১০টায় জার্মানি, নেদারল্যান্ডস ও পোল্যান্ডের যৌথ প্রযোজনার ‘ডিবেট’ দেখানো হবে। এরপর বেলা ২টা ৩০ মিনিটে আয়ারল্যান্ডের ‘আ কোয়াইট লাভ’ এবং বিকাল সাড়ে ৪টায় ফ্রান্স ও ইতালির ছবি ‘ম্যাক্স অ্যান্ড দ্য জাঙ্কমেন’ প্রদর্শিত হবে।

এ ছাড়া শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় পর্তুগালের ‘উই আর টু অ্যাবিসেস’ ও সেনেগালের ‘ডেসটিনি অব আ মাইগ্র্যান্ট’ দেখানো হবে। বেলা ১টায় ফিলিপাইনের ‘সালুম’, বিকেল ৩টায় রাশিয়ার ‘লাইসেন্স টু লাভ’ এবং বিকেল ৫টায় ইরানের ‘দ্য হাজব্যান্ড’ সিনেমাটি প্রদর্শনের কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X