

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চারদিকে যখন কনকনে শীতের দাপট, তখন সেই শীতকে যেন পাত্তাই দিলেন না অভিনেত্রী সাদিয়া আয়মান।
বরং ঠান্ডার মধ্যেই সুইমিংপুলে নেমে জলকেলিতে মেতে উঠেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবি ঘিরে শুরু হয়েছে ভক্তদের নানা আলোচনা।
নিজের ফেসবুক পেজে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, কোনো এক সমুদ্রঘেঁষা হোটেলের সুইমিংপুলে সময় কাটাচ্ছেন সাদিয়া। পরনে গোলাপি রঙের টি-শার্ট, চোখে সানগ্লাস- পেছনে নীল আকাশ আর স্বচ্ছ পানির আবহে বেশ প্রাণবন্ত ও সতেজ লাগছে তাকে। শীতের মাঝেও তার এই নির্ভার উপস্থিতি আলাদা নজর কাড়ে।
ছবির পাশাপাশি দেওয়া ক্যাপশনও নজর এড়ায়নি। সেখানে তিনি লিখেছেন, “আমার হৃদয় এই শীতের থেকেও ঠান্ডা!” এই কথার অন্তর্নিহিত অর্থ কী, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।
তীব্র শীতের মধ্যে এমন ছবি দেখে মন্তব্য ঘরে ভিড় জমিয়েছেন অনুসারীরা। কেউ মজা করে লিখেছেন, “আপনার হাসিতেই শীত উধাও,” আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “এটা কি আসলেই শীতের সময় তোলা ছবি?”
ক্যারিয়ারের দিক থেকেও সময়টা ভালোই কাটছে সাদিয়ার। এর আগে ব্রাইডাল ফটোশুটে লাল বেনারসিতে রাজকীয় সাজে আলোচনায় এসেছিলেন তিনি। ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু করলেও এখন বড় পর্দাতেও নিজের অবস্থান শক্ত করছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২৫ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা ‘উৎসব’-এ তার অভিনয় দর্শক মহলে প্রশংসা কুড়ায়। পাশাপাশি ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’সহ একাধিক নাটকে তার অভিনয় নজর কেড়েছে।
মন্তব্য করুন

