রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জনপ্রিয় অভিনেত্রীকে গুলি করে হত্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম
জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী ডেসিরে মার্টিন
expand
জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী ডেসিরে মার্টিন

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে এক বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী ডেসিরে মার্টিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৯ বছর। মার্কিন সংবাদমাধ্যম ‘পিপল’-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

লাস ক্রুসেস পুলিশ বিভাগ জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে বার্কশায়ার কোর্টের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার পর অভিযুক্ত ব্যক্তি ওই বাড়ির ভেতরে ছিলেন।

তাকে আটক করতে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত এবং কে-৯ ইউনিট মোতায়েন করা হয়। কয়েক ঘণ্টা চেষ্টার পরও ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে পুলিশ ভেতরে প্রবেশ করলে অভিযুক্ত ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, গায়িকাকে গুলি করার পর ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন।

ডেসিরে পেশায় একজন অভিনেত্রী এবং সংগীতশিল্পী। লাস ক্রুসেসের থিয়েটার মহলে তিনি অত্যন্ত পরিচিত মুখ ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় ডেসিরে ওই বাড়িতে একজন কেয়ারগিভার (সেবিকা) হিসেবে কাজ করতেন।

তার বাবা বলেন, ও সবসময় মানুষকে সাহায্য করতে চাইত। সে কারণেই ওই বাড়িতে সে কাজ করছিল। ডেসিরের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X