

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৭৪তম মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বের আগেই আয়োজনটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতার মূল বিচারক প্যানেল থেকে দুইজন বিচারক পদত্যাগ করেছেন। তাদের মধ্যে একজন মূলত নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন।
এই আসরের ফাইনাল আগামী শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। তার আগেই আট সদস্যের মূল জুরি প্যানেল থেকে সরে দাঁড়ান লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ।
ইনস্টাগ্রামে মঙ্গলবার তিনি জানান, তার অনুমতি ছাড়া একটি অস্থায়ী জুরি গঠন করা হয়েছে এবং ১৩৬ দেশের প্রতিনিধির মধ্য থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে। এই তথ্য তিনি সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন।
হারফুশ অভিযোগ করেন, অস্থায়ী জুরিতে এমন ব্যক্তিরাও রয়েছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, যা স্বার্থের সংঘাতের সম্ভাবনা তৈরি করতে পারে।
হারফুশ বিস্তারিতভাবে জানাননি যে, নতুন জুরি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে বা মূল প্যানেলকে পাশ কাটানো হয়েছে কি ভাবে।
এর কয়েক ঘণ্টা পর আরেকজন বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।
এর আগে থাইল্যান্ডের এক কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের কারণে প্রতিযোগিতা-পূর্ব এক অনুষ্ঠানে কিছু প্রতিযোগী অংশগ্রহণ থেকে বিরত ছিলেন। পদত্যাগের ঘটনায় এবারের মিস ইউনিভার্স আয়োজন নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।
এদিকে এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি জনপ্রিয়তার ভোটে মিথিলা শীর্ষের দিকে রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জনপ্রিয়তার ক্ষেত্রে ১ নম্বর স্থানে পৌঁছানোর জন্য বাংলাদেশের ভোট দরকার মাত্র ১৪,০০০। এই পর্যন্ত বাংলাদেশে প্রায় ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে, যা দেশের জন্য নজিরবিহীন। ভোটগ্রহণ আজ ১৯ নভেম্বর রাত ১০:৫৯ মিনিট পর্যন্ত চলবে।
মন্তব্য করুন
