সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সংসার ভেঙেছে অভিনেত্রী বিন্দুর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ এএম
অভিনেত্রী আফসান আরা বিন্দু
expand
অভিনেত্রী আফসান আরা বিন্দু

বিয়ের প্রায় এক দশক পর নিজের দাম্পত্য জীবনের ইতি টানার বিষয়টি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী আফসান আরা বিন্দু।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, ২০১৪ সালে ব্যবসায়ী আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও তাদের সংসার ভেঙে গেছে কয়েক বছর আগেই।

আলাপচারিতায় উপস্থাপক তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলে বিন্দু সরাসরি স্বীকার করেন, তার বিবাহবিচ্ছেদ হয়েছে। কবে এই বিচ্ছেদ ঘটে -এমন প্রশ্নে কিছুটা নীরব হয়ে তিনি জানান, আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্স সম্পন্ন হয়েছে ২০২২ সালে।

বিন্দু বলেন, তিনি এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি বলেই অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই এখনও তাকে বিবাহিত ভাবেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি কখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাইনি। হয়তো সে কারণেই মানুষ দ্বিধায় থাকে। অনেকেই প্রশ্নও করেন না, ভাবেন আমি অস্বস্তি বোধ করতে পারি। কিন্তু বাস্তবতা হলো, আমি বিবাহিত নই।

তিনি আরও জানান, তার দাম্পত্য জীবনের সময়কাল খুব দীর্ঘ ছিল না। সংসারের মাঝপথেই বড় ধরনের বিচ্ছেদ আসে। কথোপকথনের একপর্যায়ে উপস্থাপক জানতে চান, কবে থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। জবাবে বিন্দু বলেন, ২০১৭ সাল থেকেই তারা আলাদা ছিলেন।

সংসার ভাঙার কারণ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু না জানালেও বিন্দু বলেন, আলাদা হওয়ার পেছনে কখনো বড় কোনো ঘটনা থাকে, আবার কখনো তেমন বড় কারণ ছাড়াও সম্পর্ক ভেঙে যায়।

ক্যারিয়ার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, অভিনয়ে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন। সবশেষ তাকে দেখা গেছে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম ‘উনিশ২০’-এ, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X