

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে কনসার্ট করতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী।
অনুষ্ঠান চলাকালীন এক ব্যক্তি হঠাৎ মঞ্চে উঠে তাকে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভগবানপুর এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুল মাঠে সংগীতানুষ্ঠানটি শুরু হয়। গায়িকার ম্যানেজার অনসুক মিত্র জানান, শুরু থেকে অনুষ্ঠান নির্বিঘ্নেই চলছিল। লগ্নজিতা একে একে জনপ্রিয় গান পরিবেশন করছিলেন দর্শকদের সামনে।
তিনি জানান, সপ্তম গান হিসেবে লগ্নজিতা এ বছরের পুজোয় মুক্তিপ্রাপ্ত ছবি ‘দেবী চৌধুরাণী’-এর ‘জাগো মা’ গানটি পরিবেশন করেন। গান শেষ করে অষ্টম পরিবেশনার আগে দর্শকদের সঙ্গে কিছু কথা বলছিলেন তিনি। ঠিক সেই সময়ই নিরাপত্তাব্যবস্থা ভেঙে এক ব্যক্তি মঞ্চে উঠে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি সরাসরি গায়িকার দিকে এগিয়ে যান এবং তাকে মারার চেষ্টা করেন। তবে আয়োজক ও নিরাপত্তাকর্মীদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। অভিযুক্তকে মঞ্চ থেকে নামানোর সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, “অনেক ‘জাগো মা’ হয়েছে, এবার সেক্যুলার গান গাওয়া হোক।” এ সময় তিনি কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক ভাষাও ব্যবহার করেন বলে অভিযোগ।
ঘটনার পরপরই নিরাপত্তাজনিত কারণে কনসার্ট মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়। পরে গায়িকার পক্ষ থেকে ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তির নাম মেহবুব মল্লিক। তিনি স্থানীয় সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে মালি হিসেবে কর্মরত।
পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় সংগীতাঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শিল্পীদের নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন।
মন্তব্য করুন

