রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কেন ঢাকা ছাড়লেন পরীমণি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম
পরীমনি
expand
পরীমনি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি নিয়মিতই ব্যক্তিগত মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। শীতের মৌসুম শুরু হওয়ায় পিঠা-পার্বণের আমেজে তিনিও ঘরমুখো হয়েছেন।

সেই কারণেই শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে তিনি ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে।

রাজধানী ছাড়ার পর পথেই কয়েকটি ছবি তোলেন পরীমণি এবং নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেগুলো পোস্ট করে ভ্রমণের খবর জানান দেন।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ধারে গাড়ি থেকে নেমে তিনি বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন। সাদা রঙের গাড়িটির সামনে দাঁড়িয়ে কখনো হাসিমুখে ‘ভি’ সাইন, আবার কখনো দুই হাত প্রসারিত করে উচ্ছ্বসিত ভঙ্গিতে দাঁড়াতে দেখা যায় তাকে।

জিন্স, টি-শার্ট ও জ্যাকেটে পরীকে বেশ স্বচ্ছন্দ লুকে দেখা গেছে। পেছনে সবুজ গাছপালা আর নীল আকাশ পুরো ফ্রেমকে আরও মনোরম করেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ভালো থেকো আমার প্রিয় শহর! যাই, একটু পিঠা খেয়ে আসি!

ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের বিস্তর সাড়া পাওয়া গেছে। মন্তব্য ও লাইক মুহূর্তে বেড়েই চলেছে। অনেকে ধারণা করছেন, শীতের পিঠার স্বাদ নিতে হয়তো তিনি নিজের গ্রামের বাড়ি বরিশালের দিকে রওনা হয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X