

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে আলো ছড়ানো নায়িকা বনশ্রী আর নেই। দীর্ঘদিন নানা শারীরিক সমস্যায় ভুগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাদ মাগরিব শিবচরের কুমেরপাড়ায় মামা পান্নু মাদবরের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
চিত্রনায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।
তিনি জানান, বনশ্রী হৃদরোগ ও কিডনিসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। পাঁচদিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক সন্তান রেখে গেছেন তিনি।
শিবচরের মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে জন্ম নেয়া বনশ্রীর শৈশব কেটেছে পরিবারসহ ঢাকায়। ১৯৯৪ সালে মমতাজ আলীর পরিচালনায় ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ‘সোহরাব রুস্তম’ ছবির মাধ্যমে তিনি রুপালি পর্দায় অভিষেক ঘটান।
ছবিটি ব্যবসা সফল হয় এবং দ্রুত পরিচিতি পান বনশ্রী। এরপর মান্না, রুবেল ও আমিন খানের বিপরীতে অভিনয় করে বেশ কিছু ছবিতে জনপ্রিয়তা অর্জন করেন।
তবে ভাগ্যের পরিক্রমায় চলচ্চিত্র থেকে ধীরে ধীরে ছিটকে পড়েন তিনি। প্রযোজক-পরিচালকদের সঙ্গে দূরত্ব তৈরি হলে অভিনয়ের সুযোগও কমে যায়। জীবনের শেষ দিকে দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে বস্তিতে থেকেছেন তিনি। দুই সন্তানের মধ্যে একটি সন্তান নিখোঁজ হওয়ার পর জীবনের সংগ্রাম আরও বেড়ে যায়। শেষ সময়ে মামাবাড়িই হয়ে ওঠে তার আশ্রয়স্থল।
চলচ্চিত্রে স্বল্প সময়ের উপস্থিতিতেই দর্শকের মনে জায়গা করে নিলেও বাস্তব জীবনের গল্প ছিল করুণ ও বেদনাদায়ক।
মন্তব্য করুন

