বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পুরুষদের ঋতুস্রাব হোক: মন্তব্যে রাশমিকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
রশ্মিকা মন্দানা
expand
রশ্মিকা মন্দানা

পুরুষদেরও ঋতুস্রাব হওয়া উচিত। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে এই দাবি করে বিতর্কে জড়ালেন রশ্মিকা মন্দানা। সেই বিতর্কেরও জবাব দিলেন ‘পুষ্পা’-খ্যাত অভিনেত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে রশ্মিকাকে প্রশ্ন করা হয়, এমন কোন জিনিস রয়েছে, যার অভিজ্ঞতা পুরুষদেরও হোক বলে তিনি চান। তাতেই রশ্মিকা বলেন, ‘পুরুষরা ঋতুমতী হোক, তবেই তারা আমাদের কষ্ট-যন্ত্রণা বুঝতে পারবে।’ এই মন্তব্যের পরে কটাক্ষ ধেয়ে আসতে থাকে রশ্মিকার দিকে।

তবে রশ্মিকার সমর্থনেও অনেকে কথা বলেন। এক অনুরাগী মনে করেন, “রশ্মিকা চান পুরুষদেরও ঋতুস্রাব হোক। কখনও কখনও আসলে আমরা শুধু আমাদের যন্ত্রণা ও আবেগের দিকটাই বোঝাতে চাই। পুরুষদের ছোট করে এটা কোনও তুলনার বিষয় নয়। কিন্তু যাদের ভঙ্গুর অহং-এ ধাক্কা লেগেছে, তারা এ কথার বাজে অর্থ বার করছে।”

বিষয়টি আরও স্পষ্ট করে রশ্মিকা লেখেন, এই জন্য কোনও অনুষ্ঠানে বা সাক্ষাৎকারে কথা বলতে ভয় হয়। আমি বলতে চাই একটা কথা। কিন্তু ব্যাখ্যা করা হয় অন্য।

রশ্মিকা সেই অনুষ্ঠানে আরও বলেছিলেন, হরমোনজনিত সমস্যার কারণে আমাদের মনে এমন কিছু ভাবনা আসে, যা আমরা নিজেরাও বুঝি না। সেই অনুভূতিগুলো পুরুষদের উপর চাপিয়ে দেওয়া যায় না। কারণ পুরুষদের বলে বোঝানোই যাবে না, ওরাও বুঝবে না। তাই একবার অন্তত ওদের ঋতুস্রাব হোক। এই যন্ত্রণা ওরাও একটু বুঝুক।

সম্প্রতি মুক্তি পেয়েছে রশ্মিকার ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’। তার ঠিক আগেই রশ্মিকাকে দেখা গিয়েছে ‘থামা’ ছবিতে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন