শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের বড় পর্দায় আসছে মেহজাবীন-নিশো জুটি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:১৯ এএম
মেহজাবীন-নিশো
expand
মেহজাবীন-নিশো

টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয় জুটি হিসেবে পরিচিত আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। নাটক, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে একসঙ্গে অসংখ্য সফল কাজ উপহার দিয়েছেন তারা। দুজনই আলাদাভাবে সিনেমায় অভিনয় করলেও এতদিন বড় পর্দায় তাদের একসঙ্গে দেখা যায়নি।

দর্শকদের সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে এবার। শোনা যাচ্ছে, প্রথমবারের মতো সিনেমায় জুটি বাঁধতে চলেছেন এই জনপ্রিয় দুই তারকা। ছবিটির নাম ‘পুলসিরাত’, যা পরিচালনা করবেন ভিকি জাহেদ। জানা গেছে, এটি সাসপেন্স ও থ্রিলার ঘরানার একটি চলচ্চিত্র।

যদিও এখনো নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ছবিটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শিগগিরই সিনেমাটির কাস্ট, গল্প ও শুটিংয়ের সময়সূচি প্রকাশ করা হতে পারে।

নিশো–মেহজাবীন জুটি এর আগেও ‘পুনর্জন্ম’, ‘শিল্পী’, ‘শুক্লপক্ষ’, ‘মাইনকার চিপায়’, ‘২২শে এপ্রিল’, ‘ঘটনা সত্য’ ও ‘নীল জলের কাব্য’-এর মতো নাটক ও সিরিজে দর্শকদের মুগ্ধ করেছে। তাদের একসঙ্গে করা জনপ্রিয় কাজের তালিকা বেশ সমৃদ্ধ।

বর্তমানে আফরান নিশো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিং শেষ করেছেন। অন্যদিকে মেহজাবীন চৌধুরী অভিনয় করছেন ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X