

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এক সময় টেলিভিশন নাটকে দর্শকের ভালোবাসায় ভেসেছিল বিপাশা হায়াত ও তৌকির আহমেদের জুটি। পর্দার রসায়ন বাস্তব জীবনেও রূপ নেয় দাম্পত্যে। ১৯৯৯ সালে বিয়ের মাধ্যমে একসঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন এই জনপ্রিয় তারকা যুগল।
সময় গড়ালেও তাদের নিয়ে দর্শক ও ভক্তদের কৌতূহল আজও অটুট। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে বিয়ের আগে দেখা স্বপ্ন ও প্রত্যাশার কথা ভাগ করে নেন বিপাশা হায়াত। বিয়ের প্রায় আড়াই দশক পর সেই স্মৃতিচারণায় উঠে আসে তাদের শুরুর দিনের ভাবনা ও পরিকল্পনা।
পডকাস্টের শুরুতে উপস্থিত ছিলেন তৌকির আহমেদ। পরে চমক হিসেবে যুক্ত হন বিপাশা। স্বামীর সঙ্গে ভবিষ্যৎ কেমন হবে এমন প্রশ্নে তিনি বলেন, সম্পর্কের শুরু থেকেই দুজনেই নানা স্বপ্ন লালন করতেন।
তার ভাষায়, তারা একসঙ্গে পৃথিবীর নানা জায়গা ঘুরে দেখার কথা ভাবতেন, ইতিহাস আর স্থাপত্যে আগ্রহী ছিলেন, গান শোনা, সিনেমা দেখা, বই পড়া ও নিজেদের চিন্তাভাবনা ভাগ করে নেওয়াই ছিল তাদের স্বপ্নের অংশ। সব মিলিয়ে তাদের চাওয়া ছিল একটি সুন্দর ও কল্পনাময় জীবন।
বিয়ের পর সেই স্বপ্ন বাস্তবে কতটা রূপ নিয়েছে এমন প্রশ্নে বিপাশা জানান, যে জীবন তারা কল্পনা করেছিলেন, বাস্তবে সেটাই তারা উপভোগ করছেন।
প্রসঙ্গত, বর্তমানে এই দম্পতি সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন বিপাশা হায়াত। অন্যদিকে, তৌকির আহমেদ এখন নিয়মিত অভিনয়ে না থাকলেও চলচ্চিত্র নির্মাণে সক্রিয়ভাবে যুক্ত আছেন।
মন্তব্য করুন

