শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

গায়েহলুদের আয়োজনে নাচলেন পূজা চেরি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম
পূজা চেরি
expand
পূজা চেরি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে কৌতূহলের সৃষ্টি হয়েছে। সেখানে গ্রামীণ সাজে উজ্জ্বল হলুদ শাড়ি পরে গায়েহলুদের অনুষ্ঠানের আদলে নাচ-গানে অংশ নিতে দেখা যায় ঢালিউড অভিনেত্রী পূজা চেরিকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই জানতে চান—কার বিয়ের গায়েহলুদের অনুষ্ঠানে তাকে এমনভাবে দেখা গেছে?

ভিডিওতে পূজার সঙ্গে অভিনেতা আফরান নিশোকেও দেখা যাওয়ায় দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়। তবে অনুসন্ধানে জানা গেছে, এটি কোনো বাস্তব বিয়ের অনুষ্ঠান নয়। মূলত এটি নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত নতুন সিনেমা ‘দম’-এর একটি দৃশ্যের শুটিং।

‘দম’ সিনেমার মাধ্যমে এই প্রথম বড়পর্দায় জুটি বেঁধেছেন আফরান নিশো ও পূজা চেরি। ভাইরাল হওয়া গায়েহলুদের দৃশ্যটি সিনেমার গল্পেরই অংশ, যেখানে লোকজ আবহে একটি উৎসবমুখর পরিবেশ দেখানো হয়েছে।

অ্যাকশন ও রোমাঞ্চধর্মী এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। পাশাপাশি প্রায় এক দশক পর এই ছবির মাধ্যমেই বড়পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর, যা দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাবনায় সিনেমাটির শুটিং চলাকালে সেটে উপস্থিত কোনো দর্শক গোপনে ভিডিওটি ধারণ করেন। শুটিং এলাকায় সাধারণ মানুষের ভিড় থাকায় সুযোগ বুঝে দৃশ্যটি ধারণ করা হয় এবং পরে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে ‘দম’ সিনেমার শুটিংয়ের জন্য পুরো ইউনিট কাজাখস্তানেও অবস্থান করেছিল। ভিন্ন ভিন্ন লোকেশন, শক্তিশালী অভিনয়শিল্পী ও রহস্যময় গল্পের কারণে সিনেমাটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X