মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগ ও কক্সবাজারে ‘নয়া মানুষ’ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

গত শনিবার (১০ জানুয়ারি) পর্দা উঠছে দেশের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন- চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)-এর।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ -এই স্লোগান সামনে রেখে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী চলবে এবারের উৎসব।

বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে এই উৎসবে। প্রতিযোগিতা ও প্রদর্শনী মিলিয়ে বহুমাত্রিক বিভাগে সাজানো হয়েছে চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজন।

বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।

আগামী ১২ জানুয়ারি, সোমবার সন্ধ্যা ৭টায়, জাতীয় জাদুঘর এর মূল মিলনায়তনে ১ম প্রদর্শনী এবং কক্সবাজার সমুদ্র সৈকত এর লাবনি পয়েন্টে ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ২য় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

চলচ্চিত্রটি নিয়ে রওনক হাসান বলেন, সম্প্রতি নয়া মানুষ চলচ্চিত্রটি বিএফডিএ অ্যাওয়ার্ড এর ১৪ ক্যাটাগরির ১১ ক্যাটাগরিতে মনোনয়ন পায় এবং সেরা অভিনেতা ও চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার লাভ করে।

আমি চলচ্চিত্র অভিনেতা হিসেবে প্রথম পুরস্কার পেলাম যৌথভাবে শাকিব খান এর সাথে। নয়া মানুষ আমার কাছে ভিন্ন আবেগ।

নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন ‘নয়া মানুষ, বিশ্বের বিভিন্ন চলচ্চিত্রের সাথে প্রদর্শিত হচ্ছে এটা গর্বের ও আনন্দের। জাত-অজাত, রীতিনীতি অথবা ধর্মীয় বিভেদ এসব নিয়ে সমাজে সংগঠিত হয় অন্যায় এসবের বিরুদ্ধে কথা বলে নয়া মানুষ। ধীরে ধীরে সাধারণ মানুষ এর কাছে চলচ্চিত্রটি পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।’

আ. মা. ম. হাসানুজ্জামান এর 'বেদনার বালচরে' উপন্যাস অবলম্বনে মাসুম রেজা'র সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশু শিল্পী ঊষশী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X