সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কারিনা–মেসির সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
ভারত সফরে থাকা মেসির সঙ্গে মুম্বাইয়ে কারিনা কাপুর
expand
ভারত সফরে থাকা মেসির সঙ্গে মুম্বাইয়ে কারিনা কাপুর

বলিউড তারকা কারিনা কাপুর খানের সঙ্গে ফুটবল সুপারস্টার লিওনেল মেসির সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।

ভারত সফরে থাকা মেসির সঙ্গে মুম্বাইয়ে কারিনা কাপুর খানের দেখা হওয়ার কথা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই এই সম্ভাব্য সাক্ষাৎ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।

প্রতিবেদন অনুযায়ী, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে অবস্থানকালে লিওনেল মেসির সঙ্গে দেখা করতে পারেন কারিনা কাপুর খান। মেসির বহুল আলোচিত ‘G.O.A.T India Tour 2025’ শুরুর আগেই এই সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন এবং সেখানে একাধিক তারকা ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার সাক্ষাতের সূচি নির্ধারিত রয়েছে।

এর আগেই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে শাহরুখ খান মেসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শাহরুখ তার ছোট ছেলে আব্রামকেও মেসির সঙ্গে পরিচয় করিয়ে দেন। ফুটবল কিংবদন্তির সঙ্গে দেখা করে আব্রামের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

আব্রামের মেসির কাছ থেকে অটোগ্রাফ নেওয়া ও একসঙ্গে ছবি তোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা মেসির ভারত সফরকে ঘিরে উন্মাদনাকে আরও বাড়িয়ে তোলে।

উল্লেখ্য, ২০১১ সালের পর এটিই লিওনেল মেসির দ্বিতীয় ভারত সফর। হায়দরাবাদ ও মুম্বাইসহ বিভিন্ন শহরে তার উপস্থিতি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

এদিকে, অনেকেই এখন অপেক্ষায় রয়েছেন কারিনা কাপুর খানের সঙ্গে মেসির একসঙ্গে ছবি দেখার।

কাজের ক্ষেত্রে বর্তমানে কারিনা কাপুর খান ব্যস্ত রয়েছেন মেঘনা গুলজারের আসন্ন চলচ্চিত্র ‘দায়রা’ নিয়ে। এই ছবিতে তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা পৃথ্বিরাজ সুকুমারন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X