শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খোলামেলা দৃশ্যে অভিনয়ে আপত্তি নেই: স্বস্তিকা দত্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম
স্বস্তিকা দত্ত
expand
স্বস্তিকা দত্ত

মডেলিং দিয়ে বিনোদন জগতে পথচলা শুরু করেছিলেন স্বস্তিকা দত্ত। এরপর ছোট পর্দায় কাজ করে জনপ্রিয়তা পান এবং পরে বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে নিজেকে আরও প্রতিষ্ঠিত করেন।

৩১ বছর বয়সী এই অভিনেত্রী এখন শরীরচর্চা ও ফিটনেসে বিশেষ মনোযোগ দিচ্ছেন। তার মতে, দর্শকদের কাছে নতুন কিছু উপস্থাপন করাই একজন শিল্পীর দায়িত্ব। তাই নিজেকে সবসময় ভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেন তিনি।

টলিউডে অনেকেই খোলামেলা পোশাক বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় থেকে দূরে থাকার কথা বলেন। তবে স্বস্তিকা এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেন। তিনি জানান, চরিত্রের প্রয়োজনে যদি এমন দৃশ্যে অভিনয় করতে হয়, তবে আগে নিজেকে প্রস্তুত করবেন।

তার ভাষায়, “যেমনটা মিমি চক্রবর্তী ‘রক্তবীজ টু’-তে করেছিলেন, আমিও যদি চরিত্রের প্রয়োজনে এমন কোনো দৃশ্যে কাজ করি, তবে নিজেকে আগে তৈরি করব। শুধু স্ক্রিপ্টে তা কতটা যৌক্তিক, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।”

স্বস্তিকা ইতিমধ্যেই অরিত্র মুখার্জি পরিচালিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে অভিনয় শেষ করেছেন। এখন তিনি নতুন একটি ওয়েব সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’-এর শুটিংয়ে যুক্ত হতে যাচ্ছেন, যেখানে তার বিপরীতে আছেন দুই অভিনেতা গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন