

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তারুণ্যনির্ভর নাট্যসংগঠন বিবেকানন্দ থিয়েটার দল তাদের ২৫তম মঞ্চপ্রযোজনা হিসেবে দস্তয়ভস্কির খ্যাতনামা ছোটগল্প দ্য জেন্টেল স্পিরিট–এর অনুসরণে নির্মিত নাটক ‘ভাসানে উজান’ উপস্থাপন করতে যাচ্ছে। নাটকটির নাট্যরূপ করেছেন নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু, আর নির্দেশনার দায়িত্বে রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। পুরো নাটকটি একাই বহন করবেন অভিজ্ঞ অভিনেতা মো: এরশাদ হাসান।
আধুনিক মানুষের জীবনে টানাপোড়েন, অন্তর্গত সংগ্রাম, সম্পর্কের জটিলতা এবং একাকিত্ব—এই চারটি দিককে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘ভাসানে উজান’। মানুষের আত্মঅন্বেষণ ও অস্তিত্ব-সংকটকে নাটকটি এমনভাবে রূপ দিয়েছে, যেখানে দস্তয়ভস্কির মনস্তাত্ত্বিক গভীরতা নতুন ভাষা ও সমকালীন প্রেক্ষাপটে নতুন মাত্রা পেয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনা ‘ভাসানে উজান’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নাটকের উদ্বোধনী প্রদর্শনীতে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে পূরো নাটকটি দেখে বাংলাদেশের একক অভিনয়ের পথিকৃৎ, বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার প্রশংসায় ভাষান এই নাটকের অভিনেতাকে।
নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন “দস্তয়ভস্কির গল্পের মনস্তত্ত্ব, অপূর্ব দা’র নাট্যরূপ এবং দক্ষ অভিনেতা এরশাদ হাসানের একক অভিনয়ের শক্তিশালী উপস্থিতি মিলিয়ে ‘ভাসানে উজান’ আমাদের জন্য এক চ্যালেঞ্জিং ও অসাধারণ নির্মাণযাত্রা।” নাটকটির মাধ্যমে নাট্যশিল্পী মো: এরশাদ হাসান শিল্পমান, সৃজনশীলতা এবং ক্রমবর্ধমান অভিনয় দক্ষতার একটি নতুন দিগন্ত খুলে দিতে যাচ্ছেন। ‘ভাসানে উজান’ নাটকে একক অভিনয়ের মাধ্যমে বহন করছেন দীর্ঘ অভীনয় জীবনের এক বিশেষ তাৎপর্য।
নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডুর ভাষায়; “মানুষ সত্যিকারে ভালো হয়ে শেষ পর্যন্ত ভালো থাকতে পারে কি না—এই প্রশ্নের অনুসন্ধানই ‘ভাসানে উজান’-এর মর্মস্থল। এরশাদ হাসানের মতো অভিজ্ঞ অভিনেতার অভিনয় শৈলীতে তা আরো স্পস্ট হয়ে উঠবে।” একক অভিনয়ে মো: এরশাদ হাসান নাটকের কেন্দ্রীয় চরিত্রের বহুমাত্রিক অনুভূতি, ভাঙন, নৈরাশ্য ও গভীর আত্মদহন তুলে ধরবেন মঞ্চে। বিবেকানন্দ থিয়েটার দল আশা করছে, ‘ভাসানে উজান’ দর্শকদের চিন্তা, অনুভব ও আত্মদর্শনের নতুন দরজা খুলে দেবে।
নাটকটির ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৫.৩০ মিনিট স্টুডিও থিয়েটার হলে প্রেস প্রদর্শনী, ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, সন্ধ্যা ৭.০০ মিনিটে উদ্বোধনী প্রদর্শনী এবং ২২ নভেম্বর ২০২৫, শনিবার সন্ধ্যা ৭.০০ মিনিটে দ্বিতীয় প্রদর্শনী অনেক দর্শেকের সামনে মঞ্চস্থ করা হয়।
মন্তব্য করুন