শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনের পক্ষে কথা বললেই বিকৃত করা হয়: অস্কারজয়ী অভিনেত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স
expand
অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স

এ বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে যেমন রাজনীতি আলোচনায় এসেছে, সান সেবাস্তিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৭৩তম আসরেও সেই প্রভাব দেখা গেছে। স্পেনের মাটিতে ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে উৎসবটির পর্দা নামে গতকাল। এ আয়োজনে প্রদর্শিত হয় অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স অভিনীত নতুন ছবি ডাই মাই লাভ।

উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি তিনি পেয়েছেন অনুষ্ঠানের সর্বোচ্চ সম্মাননা-ডোনোস্টিয়া অ্যাওয়ার্ড। সবচেয়ে কম বয়সে এই পুরস্কার অর্জন করে রেকর্ড গড়েছেন লরেন্স।

সংবাদ সম্মেলনে এসে তিনি শুধু সিনেমা নিয়েই কথা বলেননি, বরং বিশ্বের চলমান রাজনৈতিক সংকট নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন। ফিলিস্তিনের গাজা পরিস্থিতি প্রসঙ্গে লরেন্স বলেন, আমি আতঙ্কিত। ওখানে যা ঘটছে, সেটা ভয়াবহ এবং মানবতাবিরোধী। একে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মায়ের দৃষ্টিকোণ থেকে বলছি-আমাদের শিশুদের ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত।

গাজা ছাড়াও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বাস্তবতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই তারকা। তার ভাষায়, আমাদের দেশে সহিংসতা ও বিভক্তির যে পরিবেশ তৈরি হচ্ছে তা শিশুদের জন্য ভীষণ ক্ষতিকর। এতে আমি মানসিকভাবে আঘাত পাই।

তিনি আরও বলেন, এখন যারা ভোট দেওয়ার বয়সে পৌঁছাচ্ছে, তাদের অনেকেই রাজনীতিকে অবিশ্বাস করছে। মনে করছে, রাজনীতিবিদদের কাছে সততা নেই। আসলে পৃথিবীর এক প্রান্তে সংঘাত হলে তা থেকে অন্য প্রান্ত নিরাপদ থাকতে পারে না।

শিল্পীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন লরেন্স। তার মন্তব্য, আমাদের দেশে মতপ্রকাশের স্বাধীনতা চাপে আছে। অনেক সময় মনে হয়, কিছু বলার আগেই সেটা বিকৃত করে অন্যভাবে ব্যবহার করা হবে। তাই কথা বলাটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন