

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেনারসের ঘাটে হৃতিকা গিরির সঙ্গে হিরণের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
ছবিতে দেখা যায়, সাত পাকে বাঁধা পড়ছেন এই জুটি। আর সেই সঙ্গে শুরু হয় কৌতূহল—কে এই হৃতিকা গিরি? তিনি কি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, নাকি রাজনীতির কোনো পরিচিত মুখ?
জানা গেছে, হৃতিকা গিরির বাড়ি পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। হিরণের স্ত্রী অনিন্দিতার দাবি অনুযায়ী, হৃতিকার বয়স ২১ বছর। তিনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং আইনে সম্মানিক স্নাতক ডিগ্রিও রয়েছে তাঁর।
হৃতিকার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেঁটে দেখা যায়, সেখানে তাঁর নানা ছবি ও ভিডিও পোস্ট করা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ এবং ২০২২ সালে তিনি দুটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। পাশাপাশি, বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও তাঁকে দেখা গিয়েছে।
এদিকে, হিরণের স্ত্রী অনিন্দিতা জানিয়েছেন, তিনি হৃতিকাকে হিরণের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (ব্যক্তিগত সহকারী) বলেই চিনতেন। টলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, গত বছর পুজোয় মুক্তিপ্রাপ্ত এক জনপ্রিয় টলিউড নায়কের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কেও নাকি ছিলেন হৃতিকা।
হিরণের দ্বিতীয় বিয়ের ছবি সামনে আসার পর অনিন্দিতা ক্ষোভ উগরে দেন। তিনি জানান, “আমাদের বিয়ের বয়স ২৫ বছর। এখনও ডিভোর্স হয়নি। আমার আর মেয়ের ওপর খুব অত্যাচার হয়েছে। এতদিন কাউকে কিছু বলিনি, কারণ মেয়েরও একটা ক্যারিয়ার আছে—তা নষ্ট করতে চাইনি। এখন আর কিছু বলার নেই। সবাই তো সব দেখতেই পাচ্ছে। ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেছে, অথচ কোনোদিন মেয়ের একটা ছবিও দেয়নি। এতে বোঝা যায়, মানুষটা কতটা খারাপ।”
মন্তব্য করুন

