

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর দেশজুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তালিকায় প্রত্যাশিত প্রার্থীদের নাম না থাকায় সোমবার সন্ধ্যা থেকেই বিভিন্ন এলাকায় শুরু হয় বিক্ষোভ, অবরোধ ও সংঘর্ষের ঘটনা। সড়ক ও রেলপথে আগুন জ্বালিয়ে আন্দোলনে নামেন দলটির অসন্তুষ্ট কর্মী ও সমর্থকেরা।
বুধবার পর্যন্ত অন্তত আটটি জেলায় মনোনয়নবঞ্চিত প্রার্থীদের অনুসারীরা বিক্ষোভ, অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মাদারীপুর-১ (শিবচর) আসনে সদ্য ঘোষিত মনোনয়ন স্থগিতের প্রতিবাদে কামাল জামান মোল্লার সমর্থকেরা সকাল থেকেই সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) এলাকায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকেরা রেলপথ আটকে আন্দোলন করেন। নাটোরের বাগাতিপাড়ায় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর অনুসারীরাও বিক্ষোভ মিছিলে অংশ নেন।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্থানীয় বিএনপি নেতারা প্রার্থীর নাম ঘোষণা স্থগিতের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেন। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের মনোনয়ন বাতিলের দাবি তুলে সড়কে নামেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। একইভাবে সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) এলাকায় ডা. শহিদুল আলমকে প্রার্থী না করায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়।
এ ছাড়া মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর) আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশ। ওইদিন শ্যামগঞ্জ বাজারে হিরণের সমর্থকেরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
নীলফামারী-১৫ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে বাদ দেওয়ায় তার সমর্থকেরা অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, বিএনপির কঠিন সময়েও তিনি দলের সঙ্গে থেকে সক্রিয়ভাবে কাজ করেছেন। তাই তাকে উপেক্ষা করায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রংপুর-৩ (সদর-মহানগর) আসনে মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিটা রহমান। তিনি বলেন, “আমার চেয়ে যোগ্য কাউকে মনোনয়ন দেওয়া হলে সহযোগিতা করতাম, কিন্তু যিনি বিতর্কিত, তার হয়ে কাজ করা সম্ভব নয়।”
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে মনোনীত রাজীব আহসান গতকাল বিকেলে সাবেক সংসদ সদস্য ও মনোনয়নপ্রত্যাশী মেজবাহ উদ্দিন ফরহাদের বাসায় যান। সেখানে উভয়ে মিষ্টিমুখ করে অভিমান মেটানোর বার্তা দেন।
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদীখান) এলাকায় বিএনপির প্রাথমিক তালিকায় মনোনয়ন না পাওয়া তিন নেতা একসঙ্গে কর্মসূচিতে অংশ নেন। দুপুরে শ্রীনগর ডাকবাংলো এলাকায় দলের রাষ্ট্র কাঠামো সংস্কার বিষয়ে লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নেন স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. মমিন আলীসহ স্থানীয় নেতারা।
প্রতিবেদন তৈরিতে বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা তথ্য সহায়তা দিয়েছেন।
মন্তব্য করুন
