

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই আসনে জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হয়েছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, যিনি বিএনপি নেতাকে প্রকাশ্যে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন।
নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে দেলাওয়ার হোসেন বিএনপি মহাসচিবের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান।
তার এই পদক্ষেপকে স্থানীয় রাজনৈতিক মহল ইতিবাচক হিসেবে দেখছে; অনেকেই একে ‘সুস্থ রাজনৈতিক আচরণের উদাহরণ’ বলছেন।
দেলাওয়ার লিখেছেন, “ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব, বর্ষীয়ান রাজনীতিক ও এলাকার গর্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় আন্তরিক অভিনন্দন জানাই।
২০০১ সালের নির্বাচনে আমরা জোটের অংশ হিসেবে ওনার পক্ষে কাজ করেছিলাম এবং তিনি বিজয়ী হয়েছিলেন। তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম। এবার আমরা ভিন্ন দল থেকে প্রার্থী হলেও লক্ষ্য একটাই—ঠাকুরগাঁওয়ের উন্নয়ন।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং ইতিবাচক প্রতিযোগিতা চাই। জনগণ যদি আমাকে নির্বাচিত করে, উন্নয়নের ক্ষেত্রে মির্জা ফখরুল সাহেবকেই অভিভাবক হিসেবে পাশে রাখব। আর জনগণ যদি ওনাকে বিজয়ী করে, আমি সর্বাত্মক সহযোগিতা করব।”
জামায়াত প্রার্থী আরও মন্তব্য করেন, “ঠাকুরগাঁওয়ের উন্নয়ন রাজনীতির ঊর্ধ্বে। জয়-পরাজয় যাই হোক, এলাকার অগ্রগতির প্রশ্নে আমি সব সময় বিএনপি মহাসচিবের পাশে থাকব।”
স্থানীয় বিশ্লেষকদের মতে, নির্বাচনী মাঠে এমন পারস্পরিক সম্মান প্রকাশ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক বিরল ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।
মন্তব্য করুন
