রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জকসু নির্বাচন: পেছানোর দাবি ছাত্রদলের, শিবিরের ‘না’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ-২০২৫ নির্বাচনের সময়সূচি পেছানোর দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। তবে ছাত্রশিবির নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের পক্ষের অবস্থান নিয়েছে।

রোববার (২ নভেম্বর) সকাল ৯টায় উপাচার্য কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই অবস্থান জানানো হয়। জকসু নির্বাচন-২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে সভায় ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু নির্বাচন দেখেছি। সেখানে তফসিল ঘোষণার পর নির্বাচনের জন্য ২ থেকে ৪ মাস সময় দেওয়া হয়েছে।

কিন্তু আমাদের নির্বাচন ২৭ নভেম্বর নির্ধারিত হয়েছে। আমরা ২৪ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাসে সাংগঠনিক কর্মসূচি চালাচ্ছি। এই অবস্থায় নির্বাচনের পূর্বে কর্মসূচি পরিচালনা করা সম্ভব হবে না। তাই তফসিলে কিছু পরিবর্তন আনা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “নির্বাচনের ৯৬ ঘণ্টা পূর্বে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার জন্য আমাদের কর্মসূচি পরিচালনার অনুমতি দিতে হবে। নির্বাচনের সময়সীমা কিছুটা পিছিয়ে দেয়া উচিত।”

অপরদিকে ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে প্রশাসন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে।

সেই অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর বিষয়টি বিবেচনায় ৪৮ বা ৯৬ ঘণ্টা পর্যন্ত সাংগঠনিক কার্যক্রমের অনুমতি দেওয়া যেতে পারে, কিন্তু পুরো নির্বাচন পেছানোর সঙ্গে শিবির একমত না।”

ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, “সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সার্বিক দিক বিবেচনায় নির্বাচনের সময় পেছানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।”

সভায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার এবং বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন