শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কত শতাংশ ভোট পড়েছে জানালেন ঢাবি উপাচার্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান
expand
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, চলমান ডাকসু নির্বাচনে স্বচ্ছতার কোনো ঘাটতি নেই।

মঙ্গলবার বিকাল তিনটার দিকে সিনেট ভবনের তিনটি ভোটকেন্দ্র ঘুরে দেখে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, “ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশেরও বেশি ভোট কাস্ট হয়েছে। বিকেল ৪টার পরও যারা লাইনে থাকবেন, তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।”

কার্জন হলে ব্যালট জটিলতার প্রসঙ্গ টেনে উপাচার্য জানান, সেখানে একটি ছোট সমস্যা হয়েছিল, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এবং ঘটনাটি নিয়ে পুনরায় তদন্ত হবে।

একইভাবে টিএসসির কেন্দ্রে পূর্বে চিহ্ন দেওয়া ব্যালটের ঘটনাতেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উপাচার্য দাবি করেন।

তিনি আরও বলেন, “ডাকসু নির্বাচন আজ সারাদেশের আলোচ্য বিষয়। আমরা আশা করি বিজয়ী প্রার্থীরা ফলাফল মেনে নেবেন এবং কেউ যেন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন না তোলে।”

এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা কেন্দ্র পরিদর্শন শেষে বলেন, শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন এবং দিনের শেষে উল্লেখযোগ্য ভোট পড়বে বলে আশা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন