

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোটকেন্দ্রে প্রবেশ করে বিতর্কের জন্ম দিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত অংশে প্রবেশ করেন।
প্রবেশের পর তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য আলাদা কোনো কার্ড তৈরি করা হয়নি। সে কারণে তাঁকে অন্য কেন্দ্রগুলোতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক জানান, প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। প্রথমে তিনি বিষয়টি জানতেন না, পরে খোঁজ নিয়ে নিশ্চিত হন।
পরবর্তীতে জগন্নাথ হলের কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি জানান, “আমি আসার পর কাউকে পাইনি। আর কেউ অনিয়ম করে ভেতরে ঢুকতে পারবে না।”
মন্তব্য করুন

