রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে চলছে আপিল শুনানি

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২:১১ পিএম আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে চলছে আপিল শুনানি
expand
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে চলছে আপিল শুনানি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

শুনানির আগে থেকেই প্রার্থীরা তাদের আইনজীবীদের নিয়ে হাজির হয়েছেন। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, এক প্রার্থীর সঙ্গে দুইজন করে শুনানি কক্ষে প্রবেশ করতে পারবেন।

শুনানিতে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা।

শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।

আজ শুনানির প্রথম দিনে আপিল নম্বর অনুযায়ী ১ থেকে ৭০ নাম্বার পর্যন্ত। ধাপে ধাপে আপিল সংখ্যা বিন্যাস করা এ শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X