

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত বিষয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে চলছে মক ট্রায়াল।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সকাল থেকে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় এ মক ট্রায়াল শুরু হয়।
নির্বাচন কমিশন জানায়, নির্বাচনের সময় পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত বিষয়ের আদ্যোপান্ত জানা যাবে এ মক ট্রায়ালের মাধ্যমে।
একই দিন থেকে শুরু হচ্ছে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির কার্যক্রম।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বাদ পড়া মেট ৭২৩ জন প্রার্থীর মধ্যে গত ৫ থেকে ৯ জানুয়ারী পর্যন্ত নির্বাচন কমিশনে মোট আপিল আবেদন জমা পড়েছে ৬৪৫ টি। এ আপিল শুনানি চলবে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
মন্তব্য করুন
